দুর্গাপুরে করোনা ভাইরাস সংক্রোমন রোধে লক ডাউনের দ্বিতীয় দফার প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার সরকারী আইন অমান্য করে বিকেল ৪টার পরেও দোকানপাট খোলা রাখায় দুর্গাপুর বাজারে বিভিন্ন দোকান মালিকদের বিভিন্ন অংকের অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ । এদিকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে
সাধারণ জনগনকে রক্ষায় প্রশাসনের এমন ভূমিকায় খুশি সচেতন মানুষ।
উল্লেখ্য, কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারনে সরকার দ্বিতীয় দফায় ৫এপ্রিল ২০২১ সকাল ৬টা হতে থেকে১১এপ্রিল২০২১ রাত ১২টা পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষনা করেন। লকডাউনে জরুরী ঔষধের দোকান ব্যাতীত নিত্য প্রয়োজনীয় সকল ধরনের দোকানপাট সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়।
এস/আর