দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইফতার মাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশন সমন্বিত উপ-পরিচালক আব্দুল করিম। অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুল হোদার পরিচালনায়
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম সিদ্দিকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দুর্গাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ আব্দুর রব,দুর্গাপুর পাইলট উচ্চ বিদালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
শফিকুল ইসলাম,দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শাহবুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আ,লীগের সাবেক সহসভাপতি সামসুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি সাহাদত হোসেন, পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌর ছাত্রলীগের সভাপতি আবু সুফিআন হৃদয় প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ