দুর্গাপুর প্রতিনিধি:
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। দিবসটি প্রতিপাদ্য ছিলো “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি”।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সমবায় কর্মকর্তা কাউসার আলী,পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এস/ আর