দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা লিটন সরকারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদ সরদার।ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা
পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় সরকার, উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, নওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন।ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা মহিলা লীগের সভানেত্রী বানেছা বেগম, যুব মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার পলি, জলিদা বেগম, রেবেকা বেগম ও শাহীদা আক্তার আখি।প্রসঙ্গত; প্রথম ধাপের উপজেলা পরিষদের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
খবর ২৪ ঘণ্টা/আর