দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুল উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের মো:ওসমান আলীর ছেলে। এঘটনায় ওইদিন রাতে আলমগীর হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-৭।
মামলার এজাহার সুত্রে জানাযায়, মামলার বাদি আলমগীর হোসেনের কাছ থেকে মাদক মামলার সাক্ষী হওয়ার কারনে ১ লাখ টাকা চাঁদাদাবি করে শিমুল রানা । চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বাদি আলমগীর হোসেনের ব্যবহৃত (টিভিএস) মোটরসাইকেলটি কেড়ে নেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এবিষয়ে গত ৫ নভেম্বর থানায় একটি অভিযোগ করে মামলার বাদি। পরে অভিযান চালিয়ে শিমুল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এলকায় মাদক ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক ইব্রাহিম বলেন, চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় মামলা দায়েরের পরে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
বিএ..