দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে গলা ফাঁস দিয়ে নুপুর খাতুন (২১) নামের এক অসুস্থ নারী আতœহত্যা করেছেন। নুপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দূর্গাদহ গ্রামের তসলেম উদ্দিনের মেয়ে। সে দীর্ঘ দিনধরে (মাথায় সমস্যা) অসুস্থ থাকায় স্বামী তাকে ডির্ভোস দিলে নুপুর এক বছরধরে বাবার বাড়িতেই ছিলেন। রোববার সন্ধার দিকে এ ঘটনা ঘটে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, তার পরিবারের লোকজন
জানিয়েছেন ওই মেয়ের মাথায় সমস্যা ছিল। বিয়েরপর তার অসুস্থতার কারণে তার স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। সে একবছর ধরে বাবার বাড়িতে ছিল। রোববার সন্ধায় সে নিজ ঘরে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববার সন্ধ্যার পর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।