1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২২ জন পরিবারের মাঝে ৪৪টি ছাগলসহ বিভিন্ন খামারি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রাণিসম্পদ দপ্তর ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডা: রহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ ও প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপকারভোগী সন্ধ্যা রানী বলেন,“আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য এই সহায়তা অনেক বড় পাওয়া। ছাগলগুলো লালন-পালন করে সংসারের খরচ চালানোর পাশাপাশি ভবিষ্যতে ভালো আয় করার আশা করছি।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: জান্নাতুল ফেরদৌস বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও উপযোগী গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে এই সামান্য উপহার দিতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ ধরনের উন্নয়নধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team