নিজস্ব প্রতিবেদক দুর্গাপুর: দুর্গাপুরে কেবল অপারেটর ব্যবসায়ীর হামলায় এক নারী ও শিশু আহত হয়েছেন। করোনা আতষ্কের মধ্যে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে কেবল অপারেটরের সংযোগ লাইন বিচ্ছিন্ন করতে এ ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যাক্ষদর্শীরা জানান, দুর্গাপুর পৌর এলাকা হতে শ্যামপুর সহ বিভিন্ন এলাকায় কেবল অপারেটরের সংযোগ দিয়ে ব্যবসা করেন নজরুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নজরুল শ্যামপুর গ্রামের রাশেদা বেগমের বাড়িতে যান। এ সময় তিনি তার কাছে পাওনা টাকা চাইতে রাশেদা পরে দিবে বলে জানান। ওই কথা শুনে নজরুল তার কেবল সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এতে দুই পক্ষের মধ্যে বাক-বিতান্ডা শুরু হলে কেবল ব্যবসায়ী নজরুল রাশেদাকে মারধোর শুরু করেন। এক পর্যায়ে রাশেদার কোল থেকে তার শিশুটি পড়ে যায়। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। মারধোরের ঘটনা ঘটেছে বলে প্রত্যাক্ষদর্শীদের কাছে থেকে শুনেছি। তবে কেবল অপারেটর ব্যবসায়ী নজরুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খুরশিদা বানু কনা জানান, থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।