1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে কৃষি জমির উর্বর স্তর কাটায় দুই লাখ টাকা জরিমানা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে কৃষি জমির উর্বর স্তর কাটায় দুই লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে কৃষিজমির উর্বর স্তর (টপ সয়েল) কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. রায়হান আলী (৪০) ও মো. চঞ্চল (৩০) নামে দুইজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় এক লাখ করে মোট ২ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু। জরিমানার টাকা পরিশোধ করলে তাদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া খনন কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকেজোসহ ব্যাটারি ধ্বংস করা হয়েছে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু বলেন,“কৃষি জমিতে পুকুর খনন ও জমির উর্বর স্তর (টপ সয়েল) কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে জমির উৎপাদনশীলতা নষ্ট হয় এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে। তিনি বলেন, অনুমোদন ছাড়া কেউ মাটি কাটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি রক্ষায় আমাদের এ অভিযান চলমান থাকবে।

না/জ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team