দুর্গাপুর প্রতিনিধি:
সারা দেশেরমত রাজশাহী দুর্গাপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) উপজেলা শাখার আহ্বানে সোমবার দ্বিতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। গত
রবিবার সকাল ৯টা থেকে শুরু করে ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি।কর্মবিরতিতে অংশগ্রহনকারিরা জানান, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত
চাকরিজীবীদের পদ-পদবী ও গ্রেড পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য তারা এ কর্মবিরতি করছেন। দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তাদের এ কর্মসূচি চালু থাকবে বলে জানান তারা।
চলতি বছরের শুরু থেকেই ইউএনও ও এসিল্যান্ড’ অফিসের কর্মচারীরা এ দাবি বাস্তবায়নের জন্যে পৃথকভাবে প্রথমে এক ঘণ্টা পরে অর্ধ-দিবস এরপর পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করে আসছেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।