দুর্গাপুরে কনফিডেন্স বিস্কুট চিপস এন্ড চানাচুর ইন্ডাস্ট্রিজ কোম্পানীর এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার সাঁয়বাড় কাঠালবাড়ীয়া কোম্পানীর নিজস্ব কার্যালয়ে ফিতা কেটে এ উদ্বোধন অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করে ঝাঁলুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহাজার আলী মন্ডল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন (বিএরআরডিপি) চেয়ারম্যান নুরনবী চাঁদ, কনফিডেন্স ইন্ডাস্ট্রিজজের চেয়ারম্যান গোলাম মোস্তফা পন্ডিত, ব্যবস্থাপনা পরিচালক মাহফুজর রহমান, ইউপি সদস্য
আব্দুল আওয়াল, ঝাঁলুকা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক, রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী জাফর ইমাম, অব:প্রাপ্ত বিআরডিপি কর্মকর্তা সৈয়দ সালেক, রাজশাহীর আল মানার হিফজুল কুরআনুল মাদরাসার পরিচালক হাফেজ আবু বকর ছিদ্দিক প্রমুখ। উদ্বোধন শেষে কোম্পানীর উদ্দ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।