1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে ইউপি সদস্যসহ চিহ্নিত দুই মাদক কারবারি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

দুর্গাপুরে ইউপি সদস্যসহ চিহ্নিত দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

রাজশাহীর দুর্গাপুরে ইউপি সদস্যসহ চিহৃিত আরো দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে দুর্গাপুর বাজার ব্রীজের উপরে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি হলেন, উপজেলার দেবিপুর গ্রামের আঃ সালামের ছেলে চিহৃিত মাদক কারবারি মাইনুল ইসলাম (৩৩) বখতিয়ারপুর পূর্বপাড়া গ্রামের আঃ সামাদের ছেলে আজমুল হোসেন শ্যামল (৩০) ও ৪ নং দেলুয়াবাড়ি ইউপির ৫নং ওয়ার্ড সদস্য নারায়নপুর গ্রামের মৃত জেকের সরদারের ছেলে কামরুজ্জামান (৪১)

মামলার এজাহার সুত্রে জানাযায়, গোপনসংবাদ পেয়ে থানার উপপরিদর্শক(এসআই) প্রণয় কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ব্রীজের উপর ভ্রাম্যমান চেকপোস্ট পরিচালনা করেন।

এসময় সিংগা হাট দিক থেকে একই মোটরসাইকেলে আসা ৩ জন আরোহীকে তল্লাশি চালিয়ে ১ নং আসামি মাইনুলের প্যান্টের ডার্বি সিগারেটের প্যাকেট থেকে ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করেন।

তবে, থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য কামরুলসহ চিহ্নিত দুই মাদক কারবারির হেফাজতে ৫ পিছ ইয়াবা উদ্ধারের বিষয়টি রহস্যময় কয়েকটি সুত্র জানিয়েছে।

এব্যাপারে, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ গ্রেপ্তারকৃত ওই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে ‘।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team