নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামিকে আটকের পর আদালতে চালান করা হয়েছে। পুলিশ জানিয়েছেন বিজ্ঞ আদালতে আসামিদের হাজির করে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে রিমান্ড চাওয়া হবে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে
আটককৃত আসামিদের আদালতে চালান করা হয়।
আটককৃত আসামিরা হলো, আলামিন (৩৫),শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০), রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২) আটককৃত আসামিরা উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। তিনি বলেন, র্যাব-৫ এর একটি দল গত রোববার (১১ মে) ভোরে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজ এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ আসামিকে আটক করে। পরে পুলিশের একটি টিম কক্সবাজার থেকে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। থানায় আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনে রিমান্ডের আবেদন করা হবে । তিনি আরও বলেন, এ মামলায় এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মাসের (১৩ এপ্রিল) এক নারী পরকীয়ার জেরে প্রেমিক ইসমাইলের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে। বিষয়টি নিয়ে গ্রামে দু-গ্রুপের মধ্যে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এঘটনার পরের দিন রাত সাড়ে ৮টার দিকে আমগ্রাম মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।