1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষ আহত ৮ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

দুর্গাপুরে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষ আহত ৮

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মারচ, ২০২৩

রাজশাহীর দুর্গাপুর পৌর আওয়ামী লীগের নতুন কমিটিকে কেন্দ্র করে দু-গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

এতে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের সমর্থক ৮ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর মেডিকেল মোড় সংলগ্ন রোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বাজারের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- এমপি সমর্থকের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম টুলু (৪৫), উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল (৫০), উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আবু হানিফ (৫২), যুবলীগের কর্মি গোলাম রাব্বানী (২৬), জিল্লুুর রহমান (২৭), দেলুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্না আহব্বায়ক কাওসার হোসেন (২৩), ছাত্রলীগ নেতা রাতুল (২১) ও পিয়াস (২২)।

জানাযায়, গত সোমবার রাতে এক বছর পর দুর্গাপুর পৌর আওয়ামী লীগের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করে সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার সমর্থক আজাহার আলীকে সভাপতি ও শরীফুজ্জামান শরিফকে সাধারণ সম্পাদক করে কমিটি পূর্ণবহালের আদেশ দেয় রাজশাহী জেলা আওয়ামী লীগ। এ নিয়ে বর্তমান এমপি মনসুর রহমান ও সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বর্তমান এমপি মনসুর রহমান সমর্থিত নেতা-কর্মীরা কমিটির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমপির সমর্থকরা সিংগা হাট মাঠ থেকে সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে মেডিকেল মোড়ের দিকে আসার চেষ্টা করেন।
অপরদিকে, সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার সমর্থিত দুর্গাপুর পৌর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি আজাহার আলী ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফের লোকজন আনন্দ মিছিল নিয়ে আসার পথে মেডিকেল মোড় সংলগ্ন রোডে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে। এতে এমপি সমর্থকদের ৮ নেতাকর্মী আহত হয়। তাদের দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ উভয় পক্ষকে লাঠিচার্জ করেছে। এ সময় উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। নইলে বড় ধরনের দুর্ঘটনার আশষ্কা ছিল। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর যদি কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজীবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের (৯ মার্চ) দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সম্মেলনে নৌকার বিরোধীতাকারী আজাহার ও শরীফকে সভাপতি-সম্পাদক করা হয়। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেন বলে তাদের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা অভিযোগ আনেন। অভিযোগের প্রেক্ষিতে সম্মেলনের পরে এ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।

তারই এক বছর পর গত সোমবার (২৭ মার্চ) রাতে রাজশাহী জেলা আওয়ামীলীগ সেই কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্ণবহাল করে। এতে বর্তমান এমপি ও সাবেক এমপির নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST