রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিয়াবাদ গ্রামে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম।
ওই স্থানে পুকুর খনন হলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার(১৭ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে ওই পুকুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ। এ সময় পুকুর মালিক নূরুল ইসলাম ও এস্কেভেটর গাড়ির চালক আমজাদ আলীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা অর্থদন্ড দিয়ে ছাড়া পান সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম ও তাঁর সহযোগী।
থানার পুলিশ জানায়, আলিয়াবাদ গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুর খননের কাজ করছিল নওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল ইসলাম। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে আলিয়াবাদ বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় নুরুল ইসলাম ও গাড়ির চালক আমজাদ আলীকে আটক করা হয়। পরে পুকুর খনন করবে না মর্মে মুচলেকা দিলে ৫০হাজার টাকা অর্থদন্ড করে আটককৃত দুজনকে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ।
বিএ/