1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর পৌরসভার মেয়র ও চেয়ারম্যানসহ ১২ জনের কারাদণ্ড, টাকা ও পিস্তল ‍উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

দুর্গাপুর পৌরসভার মেয়র ও চেয়ারম্যানসহ ১২ জনের কারাদণ্ড, টাকা ও পিস্তল ‍উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০১৯


দুর্গাপুর প্রতিনিধি :
রাশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ তোফাজ্জল হোসেনসহ ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদ- দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। আজ রোববার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বিধি অনুযায়ী, ভোটের আগের দিন প্রচারণা চালানোর সুযোগ নেই। তা সত্ত্বেও দন্ডিতরা নির্বাচনী আচরণ বিধি ভেঙে ভোটের প্রচারণা চালাচ্ছিলেন। এমন খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে দুর্গাপুর পৌরসভা ভবন থেকে তাদের আটক করে। কাদ-প্রাপ্তরা হলেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী,

ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, পৌর লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নুর হোসেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মেয়র তোফাজ্জাল হোসেনের ছেলে মনিরুজ্জজামান মনি, ভাগ্নে রবিউল ইসলাম রবিন , ছাত্রলীগ কর্মি সাকিল আহম্মেদ, আওয়ামী লীগ কর্মী শিমুল । এর মধ্যে আওয়ামী লীগ কর্মী শিমুলের কাছ থেকে ৩ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়। দুুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, আটকের পরে তাদের

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ কাউছার হামিদ ও মিত্র চাকমার ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন। আইনী প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩ টার দিকে দন্ডিতদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মজিদের সমর্থক এরা। ভোটের দিন নাশকতার পরিকল্পনা করতে নেতাকর্মীদের নিয়ে পৌরসভায় গোপন বৈঠক করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। এসময় তোফাজ্জল হোসেনের কাছ থেকে তার লাইসেন্স করা পিস্তল উদ্ধার করা

হয়। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, আচরণ বিধি ভঙ্গের অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন। আটককৃতদের কাছ থেকে ৩ লাখ ৫৮ হাজার টাকা ও লাইসেন্স করা একটি পিস্তল উদ্ধার করা হয়। প্রসঙ্গত, দুর্গাপুর উপজেলায় নৌকা প্রতীকে নির্বাচনে রয়েছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলান। নৌকা না পাওয়ায় ঘোড়া প্রতীকে রয়েছে জেলা

আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ সরদার। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল কাদেরও রয়েছে প্রতিদ্বন্দ্বি হিসেবে।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিনয় কুমার, আব্দুল মোতালেব, বেলাল হোসেন ও রেজাউল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম, সাহিদা বিবি, জলিদা বেগম ও শারমিন আহম্মেদ রয়েছেন ভোটের মাঠে।

খবর ২৪ ঘণ্টা/আরএস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team