নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উদ্যোগে রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাবরিনা শারমিন এর তত্ত্বাবধানে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া গ্রামের রাস্তায় কার্পেটিং কাজের উদ্বোধন করা হয় ।
উদ্বোধনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্বে) মো:শাহাবুল হক, কার্য সহকারী রতন কুমার ঘোষ, ঠিকাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সাহাবুল হক (চলতি দায়িত্বে ) জানান, উন্নয়ন’ প্রকল্পের আওতায় দুর্গাপুর পৌরসভার সার্বিক তদারকিতে ২০২৩- ২০২৪ অর্থ বছরে ২২ লাখ টাকা ১০ হাজার টাকা ব্যয়ে ৩৪৬ মিটার রাস্তার কার্পেটিং কাজ বাস্তবায়ন করবেন। এতে করে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধিসহ জনদুর্ভোগ লাঘব হবে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।