দুর্গাপুর উপজেলা দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাখাওয়াত হোসেন (সজল) সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির সকল সদস্য ভোট দেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের প্রধান তৈয়ব আলী ফলাফল ঘোষণা করেন।
এছাড়া নির্বাচিত সম্মানি তিনজন সদস্য হলেন আলমগীর হোসেন, আঃ কুদ্দুস, হাবিবুর রহমান। নির্বাচনে প্রধান প্রিজাইডিং হিসাবে দায়িত্ব পালন করেন আজিজুল হক বাচ্চু ।
প্রধান নির্বাচন কমিশনার তৈয়ব আলী জানান,শতভাগ ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বিএ/