দুর্গাপুর প্রতিনিধি :
দুর্গাপুর উপজেলার ভাই চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারী করেছে নাটোর জেলা নির্বাচন অফিসার ও দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন রিটার্নি অফিসার আবদুর রহিম।
গত সোমবার নাটোর জেলা নির্বাচন অফিসার আবদুর রহিম উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৪ অনুযায়ী এ গণ বিজ্ঞপ্তি জারি করেন। দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে পদে রিটার্নিং অফিসার/সহকারী রির্টানিং অফিসারের নিকট অথবা অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুন রবিবার। রিটার্নি অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬
জুন মঙ্গরবার, প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ৩ জুলাই মঙ্গলবার ও ভোট গ্রহনের অনুষ্ঠিত তারিখ ২৫ জুলাই বুধবার। দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম মোস্তাফা এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রজ্ঞাপন জারী অনুযায়ি যথা সময়ের মধ্যে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানে উপ-নির্বাচন সম্পুন্ন করা হবে। উলে¬খ্য গত ৩০ মার্চ শুক্রবার সকাল ১০ টার সময় উক্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন কিডনী রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে উক্ত ভাইস চেয়ারম্যানের পদটি শুন্য হয়ে পড়ে।
খবর২৪ঘণ্টা/এমকে