1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপরে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

দুর্গাপরে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপরে প্রভাবশালীর ভূমি দখল ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার আলীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আসাদুল ইসলাম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, গত ১৪ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে আলীপুর বাজারস্থল আমাদের নিজ সম্পত্তিতে ঘর নির্মাণকাজের জন্য ইট রাখি। ওই দিন বিকেল সাড়ে ৩ টার দিকে দুর্গাপুর থানার পুলিশ এএসআই লতিফ সহ কয়েকজন পুলিশ সদস্য আমার জায়গা থেকে ইট সরাতে বলে। আমি জিজ্ঞাসা করলে তারা বলেন, উপর

থেকে ওসি স্যারকে নির্দেশ দিয়েছে আমরা জায়গা ফাঁকা করতে এসেছি। আমি আমার জমির কাগজপত্র দেখাতে চাইলে এএসআই লতিফ আমার কাগজপত্র না দেখে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। জমিটি নিয়ে আমাদের বিরুদ্ধে মামলা ও করেছিলো। প্রতিপক্ষরা একই গ্রামের মান্নান চৌধুরীর ছেলে জাকির হোসেন ও মনির হোসেন চৌধুরী এলাকায় প্রভাবশালী হওয়াতে আদালতের রায় উপেক্ষা করে আমার জমিটি জোরপূর্বক দখল ও বিভিন্ন ভাবে হয়রানি করছে। জমিটি নিয়ে উপজেলার আলীপুর গ্রামের আব্দুল মান্নান চৌধুরী ২০১৬ সালে সহকারী জজ আদালত রাজশাহীতে সিদ্দিকুর রহমানকে বিবাদী করে একটি মামলা করেন। পরবর্তীতে ২২ আক্টোবর ২০২০ সালে আদালত আব্দুল মান্নান চৌধুরীর পক্ষেই রায় দেয় আদালত ও সীমানা নির্ধারণ করে দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসাদুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম ও চাচা হায়দার আলী।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST