খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সকল প্রার্থীর জন্য সমান সুযোগ চেয়ে আজ নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের নেতারা নির্বাচন কমিশন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলবেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এবং তারা এ বিষয়ে প্রতিকার চাইবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ