খবর২৪ঘণ্টা,ডেস্ক:বিশ্ব নারী দিবসের দিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড সুপারস্টার সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি উইমেন্স ডে’। যেখানে তার দু’পাশে দেখা যাচ্ছে দুই বয়স্ক নারীকে। তারা আর কেউ নন, দু’জন সালমানের খানে মা। মানে?
সালমান খানের বাবা সেলিম খান ১৯৬৪ সালে সালমাকে বিয়ে করেন। তাদের সন্তান আরবাজ, সালমান, সোহেল, আলভিরা। পরে ১৯৮১ সালে তিনি হেলেনকে বিয়ে করেন। হেলেন ও তার দত্তক কন্যা হলেন অর্পিতা। সালমান, আরবাজ ও সোহেল তিনজনেই অভিনয় জগতে যুক্ত। আলভিরার বিয়ে হয়েছে চিত্র নির্মাতা অতুল অগ্নিহোত্রীর সঙ্গে। অর্পিতা খানে স্বামী আয়ূষ শর্মাও অভিনেতা।
সালমান খান সম্প্রতি ভারত সিনেমার শুটিং শেষ করেছেন। সেখানে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার ও নোরা। চলতি বছর ঈদের সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিটির।
খবর২৪ঘণ্টা/ জেএন