1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে পুরী অতিক্রম করেছে ‘ফণি’ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে পুরী অতিক্রম করেছে ‘ফণি’

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ভারতের ওডিশার পুরী উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘ফণি’। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় এটি প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস হানা দেয়।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পুরী উপকূলে তাণ্ডব চালায় ‘ফণি’।

এ সময় এটি পুরোপুরি ভূমিতে আঘাত হানে। উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের চোখের ডায়ামিটার ছিল ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে আসতে ছয় ঘণ্টা সময় লাগবে। তখন এটি ‘অতি প্রবল’ থেকে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ের পর্যায়ে নেমে আসবে।

এদিকে রাজ্যের পুরীসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।  প্রবল বাতাসে রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে গাছপালা উপড়ে গেছে। বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য সাইক্লোন সেন্টারে যাওয়ার পথে এক নারী মারা গেছেন।

রাজ্য সরকার জানায়, ‘ফণি’ থেকে বাঁচতে রেকর্ড সংখ্যক প্রায় ১১ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য বানানো হয়েছে পাঁচ হাজার রান্নাঘর। সকালে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST