বিনোদন ডেস্ক : দীপ্ত টিভির নতুন মেগা ধারাবাহিক নাটক রুপনগর” এ আজ সবাই হবো পাংখা” শিরোনামে একটি জমজমাট বিয়ের গানে কন্ঠ দিয়েছেন শাকিব খানের আয়রে আয় চাঁদ মামা খ্যাত গানের শিল্পী দোলা রহমান। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। সংগীত করেছেন ওয়াহিদ শাহিন।
কায়সার আহমেদের পরিচালনায় রুপনগর” নাটকের বিয়ের গানটিতে অভিনয় করেছেন আনিকা কবির শখ ও শ্যামল মওলা সহ অনেকেই। নাটকের তারকাবহুল বিগ বাজেটের এই বিয়ের গানে বেশ বড় আয়োজন ছিল শূটিং এ। এরইমধ্যে গানটির প্রোমো প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে।
বিয়ের জম্পেশ এই নাটকের গানটি গেয়ে দোলা রহমান বলেন- আশিক বন্ধু যখন ফোন করে হোয়াটসআপে গানটি পাঠিয়েছিলেন। গানটি শোনার পরে তখনই বেশ মনে ধরেছে। খুব মিষ্টি একটি নাচের গান। গানটিতে কন্ঠ দেওয়ার পর খুব আনন্দিত আমি। এরই মধ্যে গানটির প্রোমো দীপ্ত টেলিভিশনে প্রচারের পর থেকে অনেক সাড়া পাচ্ছি। আশা করছি, নাটকটি প্রচারের শুরু থেকে গানটি সবার ভালো লাগবে।
রূপনগর ধারাবাহিক নাটকটি দীপ্ত টিভিতে আগামী সপ্তাহ থেকে নিয়মিত প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক হিসেবে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।