খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: পরিচিত এক কোরিওগ্রাফারের স্টুডিও-তে যৌন হেনস্তার শিকার জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী অমলা পল। অভিযোগ, রিহার্সালের মাঝে অভিনেত্রীকে যৌন হেনস্তা করেছেন চেন্নাইয়ের এক ব্যবসায়ী। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও মহিলাদের অসম্মান করার অভিযোগে মামলাও রুজু করা হয়েছে।
দক্ষিণী ছবিতে অত্যন্ত পরিচিত মুখ অমলা পল। রীতিমতো জনপ্রিয়ও বটে। বেশ কয়েকটি তামিল ও মালয়ালম ছবিতে অভিনয় করেছেন তিনি। তামিল সুপারস্টার বিজয়ের নায়িকাও হয়েছেন। কিন্তু, এই জনপ্রিয় অভিনেত্রীকেও যৌন হেনস্তার মুখে পড়তে হল! জানা গিয়েছে, আগামী মাসে মালয়েশিয়ায় শো করতে যাওয়ার কথা অমলা পলের। সেই শোয়ের জন্য চেন্নাইয়ের এক পরিচিত কোরিওগ্রাফারের স্টুডিও-তে রিহার্সাল করছিলেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, সেই সময় তাঁকে যৌন হেনস্তা করেন স্থানীয় এক ব্যবসায়ী। অভিযুক্তকে শনাক্ত করতে না পারলেও, ঘটনার কথা পুলিশকে জানান অমলা। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যবসায়ীকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও মহিলাদের সম্মান নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে, স্টুডিও-তে যৌন হেনস্তার ঘটনায় হতবাক অভিনেত্রী অমলা পল। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। অভিনেত্রীর প্রশ্ন, স্টুডিও-তে যদি একজন সেলিব্রিটিকে যৌন হেনস্তার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
প্রসঙ্গত, দিন কয়েক আগেই এক ব্যবসায়ী বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মুম্বইয়ের জুহু থানায় এফআইআর করেছিলেন বিখ্যাত অভিনেত্রী জিনাত আমন। অভিনেত্রীর অভিযোগ, এক ব্যক্তি তাঁকে নিয়মিতভাবে উত্যক্ত করে চলেছে। যৌন হেনস্তার শিকার হচ্ছেন তিনি।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন