তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন।
শনিবার (২০ আগস্ট) দেশটির গাজিয়ানটেপ এলাকা এবং মার্ডিন শহরে এ ঘটনা ঘটে।
আলজাজিরার তথ্যমতে, গাজিয়ানটেপ একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে তা উদ্ধারে সাংবাদিকসহ অনেকেই জড়ো হয়েছিলেন। এ অবস্থায় নিয়ন্ত্রণ হারানো অন্য একটি বাস তাদের ধাক্কা দিলে ১৬ জনের মৃত্যু হয়। এরপর আরও উদ্ধারকর্মী ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করায়।
নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মী, দুইজন জরুরি সেবার কর্মী এবং দুই জন সাংবাদিকও রয়েছে।
অন্যদিকে, ওই ঘটনার কয়েক ঘণ্টা পর দেশটির মার্ডিন শহরের ডেরিক এলাকায় একটি ট্রাক ব্রেক ফেল করে মানুষের ভিড়ের ওপর উঠে গেলে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, তুরস্কে গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার ৩৬২ জন নিহত হয়েছে। সূত্র : আলজাজিরা, বিবিসি