খবর২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। শনিবার দীর্ঘ শুনানীর পর বিভক্তি আদালতে ১/৪ রায়ে বিএনপি চেয়ারপার্সনবেগম খালেদা জিয়ার মনোনযনপত্র বাতিলের আদেশ বহাল রাখলো।
খালেদা জিয়ার বৈধতার পক্ষে রায় দেন কমিশনার মাহাবুব তালুকদার। দন্ডপ্রাপ্ত হওয়ায় সিইসিসহ বাকি চারজন আপীল খারিজ করে রিটার্নিংকর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন। মাহাবুব তালুকদারের রায়ে পরই বিএনপি সমর্থিত আইনজীবীরা উল্লাশ প্রকাশ করেন। বাকিদের রায়ের সময় আওয়ামী লীগের আইনজীবীরা হর্ষধ্বনি দেন।
খবর২৪ঘণ্টা, জেএন