নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে রাখতে সব খেলার মাঠ উন্মুক্ত করে দিয়ে খেলাধুলায় উদ্বুদ্ধ করার তাগিদ দিয়েছেন অংশীজনরা।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় তারা এ তাগিদ দেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিভাগীয় কমিশনারের অফিস এ কর্মশালার আয়োজন করে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুর রহমান। এ সময় বিভাগের বিভিন্ন সরকারি দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় মাদকের ব্যাপারে তারাও তাদের স্ব স্ব মতামত ব্যক্ত করেন।
কর্মশালায় জানানো হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত-২০১৩) রয়েছে। এই আইনে মোট ১৮টি ধারা রয়েছে। ধারা ৪ এ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপান নিষিদ্ধ। ধারা ৫ অনুযায়ী এ অপরাধে জড়িতদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া যায়।
এ সময় অংশীজনরা বলেন, স্কুলের সামনে পান-সিগারেটের দোকান আছে। এতে স্কুলের শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে নজর দিতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট চালাতে হবে।
সবশেষ কর্মশালার প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, সিগারেট তারা বিনোদন হিসেবে নিয়েছে। খেলাটা সর্বোচ্চ বিনোদন। ছেলেমেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা লাগবে। সিগারেটের জায়গায় তাদের বল ধরায়ে দেন। আপনারা (কর্মকর্তারা) যেই এলাকায় যাবেন; কয়েকটা করে বল ফেলায়ে দিয়ে আসেন, ওরা পিটাক।’
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতিত সব মাঠ উন্মুক্ত করে দেব। ভোরে স্টেডিয়ামগুলো খুলে দেব। খেলাধুলা মেইন, সবগুলো মাঠ উন্মুক্ত করে দেওয়া উচিত।
বিএ..