বিনোদন ডেস্ক: ‘মনমরজিয়া’ ছবির নতুন গান ‘ধ্যানচন্দ’ মুক্তি পেতেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ বিশেষত পঞ্জাবী শ্রোতাদের কাছে এই ছবির মিউজিক অ্যালবাম রীতিমত হিট৷ ফিল্মটিতে ভিকি কৌশল একজন পঞ্জাবী স্ট্রাগলিং ডিসকো জকির ভূমিকায় অভিনয় করেছেন৷ পঞ্জাবের তিন ছেলে-মেয়ের জীবন নিয়েই তৈরি হয়েছে চিত্রনাট্য৷ সেই কারণে ‘মনমরজিয়া’এ পঞ্জাবী গানই রয়েছে৷ যা রীতিমত হিট হয়ে চলেছে সিনেপ্রেমীদের মধ্যে৷ গানটির গেয়েছেন বিজয় ইয়ামলা, নিকিতা গান্ধী, অমিত ত্রিবেদী এবং সুহাস সাওয়ান্ত৷
টিপিক্যাল বলিউড লাভ স্টোরি৷ দুটি ছেলে একটি মেয়ে৷ ত্রিকোণ প্রেমের সম্পর্ক৷ ক্ল্যাইম্যাক্সে কার সঙ্গে মিল হবে নায়িকার৷ সেই নিয়ে টানটান উত্তেজনা৷ কিন্তু এই একই ছাঁচে ফেলা প্রেমের কাহিনিতে দর্শকের মন আর বসে না৷ সিনেপ্রেমীরা চায় গল্পে নতুন মোড়, ট্যুইস্টের পর ট্যুইস্ট৷ তাদের সেই খিদে আর কেউ মাথায় রাখুক না রাখুক পরিচালক অনুরাগ কাশ্যপ ঠিকই রাখেন৷ সেই কারণেই ‘মনমরজিয়া’র ট্রেলারে প্রেমের মোড়কে সিরিয়স মেসেজ নিয়ে এলেন তিনি৷
সম্প্রতি মুক্তি পয়েছে ‘মনমরজিয়া’ ছবির ট্রেলার৷ মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চন, ভিকি কৌশল এবং তাপসী পান্নু৷ ছবির তিন চরিত্র ভিকি (ভিকি), রুমি(তাপসী) এবং রবি (অভিষেক)৷ ভিকি এবং রুমির টক-ঝাল-মিষ্টি সম্পর্কের খানিক ঝলক ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে৷
তাদের এই মিষ্টি সম্পর্কে সমস্যা একটাই, যখনই রুমি বিয়ের কথা বলে তখনই ভকি বেঁকে বসে৷ রুমির পরিবারের সঙ্গে আজ কথা বলব কাল বলব বলে রোজই এড়িয়ে যায় ভিকি৷ সহ্যসীমার বাঁধ ভাঙতেই রুমি, ভিকিকে আলটিমেটাম দেয় যদি সে বিয়ের কথা না বলে তাহলে রুমি বাড়ির পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নেবে৷
প্রথমদিকে ব্যাপারটা নেহাতই ঠাট্টা ভেবে উড়িয়ে দিয়েছিল ভিকি৷ তবে রবির প্রবেশেই টনক নড়ল তার৷ ওই যে কথায় বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না৷ ভিকিরও হল সেই হাল৷ রবির সঙ্গে রুমির বিয়ে ঠিক হওয়াই ভিকির চরিত্রে দেখা দিল ‘রোমিও’র ছোঁয়া৷ রুমিকে পায়ার জন্য যেকোন বাঁধা পেরোতে রাজি হয়ে যায় সে৷ নানা পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁদের সম্পর্কে তিক্ততা আসতে থাকে৷ প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় তাঁদের৷
এদিকে ধীরে ধীরে এগিয়ে আসছে বিয়ের ডেট৷ ট্রেলারে একটি দৃশ্যে দেখা যায় বিয়ের জন্য রবিকে বারণও করে দিল রুমি৷ তাহলে শেষ দৃশ্যে তাদের হানিমুনের প্রসঙ্গই বা উঠল কীকরে? ভিকির সঙ্গে রুমির পরিবারের লড়াইয়েরই বা কী পরিণাম হল? সবের উত্তর পাওয়া যাবে ১৪ সেপ্টেম্বর৷ চলতি বছর এই দিনেই মুক্তি পেতে চলেছে ছবিটি৷
ইনটেন্স লাভ স্টোরিতেও রয়েছে গুরুগম্ভীর সাবপ্লট৷ তবে অনুরাগ কাশ্যপের একটাই বার্তা বদলে দিচ্ছে সকলের দৃষ্টিভঙ্গী৷ প্রেম, ভালবাসা, জটিলতাকে যেভাবে আমরা দেখি, তা পাল্টে যেতে পারে ‘মনমরজিয়া’র ছোঁয়ায়৷ সকলেই বলে ‘লাভ ইজ কমপ্লিকেটেড’ কিন্তু অনুরাগ বলছেন, “লাভ ইজ নট কমপ্লিকেটেড, পিপল আর৷
”খবর ২৪ঘণ্টা/ নই