তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আজ উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতোসহ পাঁচজন করোনাই আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ রোজি আরা খাতুন। এরা হলেন উপজেলার কামারগাঁ ইউনিয়নের মোবারক হোসেন, ও আব্দুর রাজ্জাক, পাঁচন্দর ইউনিয়নের চানপুর গ্রামের আলতাফ হোসেন ও এলজিইডি অফিসের ফেরদৌস আহমেদ। জানা গেছে, গতকাল
উপজেলা নির্বাহি অফিসার করোনা উপসর্গ নিয়ে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর তার নমুনা পরীক্ষার জন্য নমুনা রামেক হাসপাতালে পাঠানো হয়। আজ রাতে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। বাকি চারজনের নমুনা পরীক্ষার জন্য গতকাল রামেকে পাঠানো হয় আজ রাতে তাদের নমুনা পজিটিভ আসে। এই নিয়ে তানোরে মোট করানো আক্রান্ত সংখ্যা হল ২৪ জন।
এমকে