তানোরে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশের সময় :
বৃস্পতিবার, ২৫ মারচ, ২০২১
রাজশাহীর তানোরে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার শহীদ মিনার চত্বরে,২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায়,উপজেলা নির্বাহি কর্মকর্তা পংঙ্কজ চন্দ্র দেবের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর,তানোর থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি রাকিবুল ইসলাম।এসময় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, তানোর এ কে সরকার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান সেলী,প্রাথমিক শিক্ষা অফিসার,সানাউল্লাহ আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।