তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত কুতুবুল আলম (২৮) উপজেলার কেয়োপাড়া গ্রামের সেফাতুল্লা পুত্র ও কলমা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সৈনিকলীগের সভাপতি। আহত একই গ্রামের অট্রোচালক রফিক (৩২) তানোর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে কুতুবুল আলম ও রফিক অট্রো যোগে নিজ গ্রাম কেয়োপাড়া থেকে চা খেতে চোখৈর গ্রামের মোড়ের দিকে যাচ্ছিল। পথে মধ্যে বাউরীগ্রামে বাঁক রাস্তায় গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন রাতে তাদের দুইজনকে প্রথমে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কুতুবুল আলমের অবস্থা বেগতি দেখে কর্তব্য ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। রাত ১২টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নিজ বাসভবনের পারিবারিক কবরস্থানে কুতুবুল আলমের দাফন সম্পর্ন হয়েছে।
তানোর থানা এসআই সাইফুল ইসলাম বলেন, আমি নিহতের বাড়িতে গিয়েছিলাম। দুপুরে লাশ দাফন হয়েছে। থানায় কোন অভিযোগ হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/নজ