তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় সুম্মাতনের পিতা শুকুর মন্ডল বাদি হয়ে নেছার উদ্দিন (৪৫) তার ভাই জেছার উদ্দিন ও জেছারের স্ত্রী রিনা বেগমকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা করেছেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ স্বামী নেছার আলীকে আটক করে পুলিশ হেফাজতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল সোমবার দিবাগত রাতের কোন এক সময় নিশার উদ্দিন স্ত্রী সুম্মাতুনকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে নিজেও আত্মহত্যার জন্য বিষপান করে। সকাল ৮ বেজে গেলেও বাড়ির কোন মানুষ বের না হওয়ায় প্রতিবেশীরা তার বাড়ির মই লাগিয়ে পাচির উপর গিয়ে দেখে স্ত্রী সুম্মাতুন মৃত আর স্বামী নেশার আলী বিষ পান করে জীবিত অজ্ঞান অবস্থায় বাড়ির বারান্দায় পড়ে আছে। পরে নেশার আলীকে গ্রাম্যে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। আর থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও নিশারকে গ্রেফতার করে। নিহত সুম্মাতুনের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও নেশারকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে নিশার পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
তানোর থানার ওসি রেজাউল করিম বলেন, স্ত্রী হত্যার ঘটনায় নেছার আলীকে আটক করা হয়েছে। সে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল। পুলিশ পাহারায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর বাকি দুই জন আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ