তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত আসামী ও মাদক সেবীসহ ৩জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি রেজাউল ইসলাম । আটককৃতদের বুধবার সকালের দিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।অন্য এক মাদক সেবী আসামীকে ভ্রাম্যমান আদালত ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী।জানা গেছে ২০১৪ সালের শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল আইনে মামলা হয় পৌর এলাকার বুরুজ গ্রামের আব্দুল মালেকের পুত্র জিয়া ওরফে জুয়েলের নামে । ওই মামলায়
আদালত গ্রেফতারতারি পরোয়ানা জারি করেন । কিন্তু দীর্ঘ দিন আসামী জিয়া পলাতক ছিলেন।এঅবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে পুলিশ তাকে আটক করেন । এছাড়াও ১৫১ ধারার ফৌজদারী মামলার আসামী উপজেলার কামারগা ইউপি এলাকার মির্জাপুর গ্রামের আশরাফুল ইসলামের পুত্র আজাদ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ।এদিকে মাদক সেবন অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চক সাজুড়িয়া গ্রামের আইয়ুব আলীর পুত্র সোলেমানকে গেফতার করে পুলিশ । তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে সোলেমানকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ওসি রেজাউল ইসলাম বলেন আসামীদেরকে বুধবার আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।