তানোর প্রতিনিধি: তানোর উপজেলা সদরের গেল্লাপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৯ জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুল পর্যন্ত তানোর উপজেলার বিভিন্ন বাজারে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
তানোর থানা পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান চালান রাজশাহী জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম।
এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করাসহ মাস্ক না পরায় ৯জনের ১২শ’ টাকা জরিমানা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।