তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এক ব্যবসায়ী তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। এঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল উত্তর পাড়া গ্রামে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,গত শনিবার রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল উত্তর পাড়া গ্রামের মৃত মজির উদ্দিরে পুত্র ব্যাবসায়ী লালচান উদ্দিন(৩৫) তার ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে গলায় ফাাঁস দিয়ে আত্নহত্যা করেন। বিষয়টি তার বাড়ির লোকজন জানতে পেরে ওই ঘরের দরজা ভেঙ্গে দেখে লালচান গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে গ্রামের লোকজন বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, পারিবারিক কলালের কারনে সে আত্নহত্যা করেছে। এঘটনায় তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ