নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে প্রাইভেট কার থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে থানা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নাটোরের পূর্ব হাকুরিয়া মৃত: বাদশা মিয়ার ছেলে বকুল(২৪), রাজশাহীর পুঠিয়া থানার বারইপাড়ার আফসারের ছেলে মুক্তার(৩৪) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোবারকপুর গ্রামের মৃত. জিল্লার ছেলে সাদেকুল(৩৪)।এ তথ্য নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুলিশ তানোর থানা মোড়ে (ঢাকা মেট্রো খ-১৩-০৮৬৭) একটি প্রাইভেটকার তল্লাশী করে। তল্লাশী চালিয়ে প্রাইভেট কার থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ও তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে তিনি আরো জানান।তানোর থানার ওসি তদন্ত রাকিবুল হাসান অভিযানটি পরিচালনা করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে