রাজশাহীর তানোরে আজ বেলা সাড়ে ৩টা দিকে রাজশাহী বিমানবন্দর এর প্রশিক্ষণ ( s2)বিমান তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের আলুর জমিতে পড়ে যায়।এতে করে বিমানে থাকা দুইজন পাইলট এর মধ্যে একজনের মাথায় আঘাত লেগে আহত হন। বাকি একজন পাইলট সুস্থ আছেন বলে,জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন,তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম,বিমানটি উদ্ধার কাছে তানোর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।বিমানটি দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায় নি।
এস/আর