মাক্স পরার অভ্যাস কোভিড-১৯ মুক্ত বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে, তানোরে আজ রবিবার দুপুরে তানোর থানা পুলিশের উদ্যোগে, গোল্লাপাড়া বাজার থানা মোড়ে,মাক্স বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলাম,তদন্ত
ওসি কর্মকর্তা মোজাম্মেল হক,এসআই মুকুল, এসআই স্বপন,এসআই ইয়াসির আরাফাত, এসআই ইউনুস প্রমুখ। এ সময় পথযাত্রী, গণমাধ্যমকর্মী, ভ্যান চালক, অটোচালক, বাস চালক,ট্রাক চালক সহ মাক্স ছাড়া যারা চলাচল করেছে তাদেরকে একটি করে মাক্স পরিয়ে দেওয়া হয় দেওয়া হয়।