তানোর প্রতিনিধিঃ তানোর উপজেলায় ট্রাকচাপায় নূর আলী (৫৫) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (২১ মার্চ) দুপুরে উপজেলার বুরুজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলীর একই উপজেলার লসিরামপুর গ্রামের মৃত আশিকুল্লাহর ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত নূর আলী পেশায় পান ব্যবসায়ী ছিলেন। তিনি বাইসাইকেল চালিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলায় পান কিনতে যাচ্ছিলেন। পথে বুরুজ গ্রামে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছে।
এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ