তানোর প্রতিনিধি: তানোরে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ফারুক হোসেন (৩৬)। তিনি তানোর উপজেলার গাল্লা গ্রামের এবাদুলের ছেলে। আজ (২২ই জুন) সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গত রোববার রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তার বিরুদ্ধে একটি মামলায় আদালত সাজা প্রদান করার পর থেকেই সে পলাতক ছিলো। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
খবর২৪ঘন্টা/নই