নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে তামান্না খাতুন (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সে তানোর উপজেলার নড়িয়াল গ্রামের রফিকের মেয়ে ও নড়িয়াল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদ্রাসা ছাত্রী
তামান্না নিজ বাড়ির শয়ন কক্ষে গলার সাথে উড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তানোর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, তামান্না প্রতিবন্ধী ছিল। কি কারণে আত্মহত্যা করেছিল তা জানা যায়নি। পরিবারের কারো পক্ষ থেকে অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এস/আর