রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়ন বাসীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চেয়ারম্যান মোসলেস উদ্দীন প্রামানিক।
রোববার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাজ্জাকের পরিচালনায় ইউনিয়ন পরিষদ, চত্বরে ৩শ’ ১৩ জন হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ টা করে সাবান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন আলী, ৪ নং ওয়ার্ড সদস্য সয়ন, ৬ নং ওয়ার্ড সদস্য তোফায়েল হোসেন, ৭ নং ওয়ার্ড সদস্য এন্তাজ হোসেন বুলু, ৯ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্যা দিলরুবা বেগম প্রমুখ।
এসময় কামারগাঁ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক ইউনিয়ন বাসীর উদ্যেশ্যে সরকার ঘোষিত কঠোর লকডাউন মেনে চলার আহবান জানিয়ে বলেন, আমার কামারগাঁ ইউনিয়নের যার বাড়িতে খাদ্য সমস্যা দেখা দিবে তারা আমার বাড়িতে আসবেন আমি নিজ তহবিল থেকে খাদ্য সরবরাহ করবো ইনলশাল্লাহ।
এস/আর