তানোর প্রতিনিধি :রাজশাহির তানোরে আজ মঙ্গলবার দুপুরে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে,সমতল ভূমিতে বসবাসরত কোন অনুগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থিক সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমম্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প,কর্তৃক আয়োজিত সুফলভোগী পরিবারের মধ্যে শংকর জাতের বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার শেখ আজিজুর রহমান, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
ইসমাইল হক, প্রকল্প পরিচালক ডি টি এল পি প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা ডা.অসীম কুমার দাস,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হেলাল উদ্দিন, কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসলেম উদ্দিন,সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সহ স্থানীয় সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।এ সময় ১শ ২৩ জন উপকারভোগীর হাতে একটি করে বকনা গরু ও দানাদার খাবার তুলে দেওয়া হয়।