তানোর প্রতিনিধি : আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তানোর উপজেলা প্রশাসনের ও দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর রাজশাহী আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর শীতকালীন উপহার শীতবস্ত্র ইমাম,মোয়াজ্জেম ও পুরোহিতের মধ্যে বিতরন করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক শিল্প প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী১-তানোর-গোদাগাড়ীর সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না,তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার,তানোর প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম,যুবলীগনেতা ইকবাল মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইমাম,মোয়াজ্জেম পুরোহিতের মধ্যে ৫০০পিছ কম্বল বিতরন করা হয়।