তানোর প্রতিনিধি: তানোরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুণ্ডমালা পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে কামিল মাদ্রাসা কামিল মাদ্রাসার হলরুমেআওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,সাবেক শিল্প প্রতিমন্ত্রী তানোর গোদাগাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খান,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল নবী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর, মুণ্ডমালা পৌর আওয়ামী লীগের সাধারণ আমিন , সাবেক সম্পাদক হাসানুল হক স্বপন, তানোর পৌর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী আবুল বাশার সুজন, মুণ্ডমালা পৌর যুবলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি হওয়ার ফারুক চৌধুরী বলেন, আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
খবর২৪ঘন্টা/নই