নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন পরিষদ ও পুঠিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কলমা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে লড়ছেন। আ’লীগ মনোনীত নৌকা প্রতীকে মাইনুল ইসলাম স্বপন ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজা মোটরসাইকেল প্রতীকে। ১০ টি কেন্দ্রের মধ্যে
৬ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। এ ইউনিয়নের মোট ভোটার ২৪ হাজার ৬০০। ভোট শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।এদিকে, পুঠিয়ার দুটি ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দুটি ইউনিয়নের মোট ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছে। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ চলবে।
আর/এস