নিজস্ব প্রতিবেদক :
তানোর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নয়া কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হয়েছেন নাসির উদ্দিন মিঠু ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম। পৌর শাখা ছাত্রদলের নয়া সভাপতি হয়েছেন মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক শাহিন সরকার রঞ্জু। ১৫ সেপ্টেমবর সন্ধ্যায় রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
জেলা ছাত্রদলের অধিনস্থ পূর্বের কমিটি বাতিল করে তানোর উপজেলা ছাত্রদলের ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হলো। সেই সাথে পৌরসভা ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের কমিটিতে সহসভাপতি ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, দপ্তর সম্পদক ১ জন ও প্রচার সম্পাদক রয়েছে। পৌরসভা কমিটিতে সহসভাপতি ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, দপ্তর ও প্রচার সম্পাদক ১ জন করে রাখা হয়েছে। উভয় নয়া কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।