বিনোদন ডেস্ক: ‘খোকাবাবু’ ধারাবাহিক শেষ হয়ে গেলেও তরী কিন্তু এখনও সকলের মন জুড়ে রয়েছে৷ ধারাবাহিকটির চরিত্র তরী নামেই অধিকাংশ মানুষ তাঁকে চেনে৷ তৃণা সাহার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটু উঁকি ঝুঁকি মারলেই পাওয়া যায় নানা চমক৷ কখনও মা দূর্গা রূপে তো সাধারণ রূপে৷ সবেতেই মানানসই তৃণার লুক৷ ওয়েস্টার্ন থেকে শুরু করে এথনিক ওয়ের প্রতিটি আউটফিটেই সাবলীল অভিনেত্রী৷
‘খোকাবাবু’ ধারাবাহিকটি চলাকালীন তৃণাকে নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছিল ফ্যানেদের মধ্যে৷ ছেলেরা নাকি সিরিয়াল দেখে না৷ এমনটাই শোনা যেত৷ কিন্তু তৃণার হটনেসে মন কেড়েছে অসংখ্য যুবকের৷ যার জন্য সেই সব ছেলেরাও সিরিয়ালটি দেখতে শুরু করে৷ সম্প্রতি তাঁকে টেলিভিশনে তেমন দেখা যাচ্ছে না সেই নিয়েও প্রায় আক্ষেপ জানান তাঁর ফ্যানেরা৷
ফেসবুকে যখনই তিনি লাইভ আসেন প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, টেলিভিশনের পর্দায় আবার কবে দেখা পাওয়া যাবে তৃণার৷ তবে তাঁর পরিবর্তে আরেকজনকে চায় দর্শক৷ টেলিপাড়ার গুঞ্জন ‘স্ত্রী’ ধারাবাহিকের অভিনেতা অভিজিৎ ভট্টাচার্যকে ডেট করছেন তৃণা৷ আর এ খবর ছড়িয়ে পড়েছে ইন্ডাস্ট্রির আনাচে কানাচে৷
যদিও এ বিষয় তৃণা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এবং অভিজিৎ বহু পুরনো বন্ধু৷ তাঁদের মধ্যে একটাই সম্পর্ক তা হল বন্ধুত্বের৷ এমনকি অভিজিতেরও একই জবাব৷ কিন্তু ভক্তদের কাছে খবর যেতেই তাদের আর্জি পৌঁছে গিয়েছে তৃণার সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে৷ অভিজিৎ এবং তৃণাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছে তারা৷
তৃণার মডেলিং কেরিয়ারে যে বেশ এক্সপিরিয়েন্স আছে তা তাঁর ফোটোশ্যুট দেখেই বোঝা যায়৷ যেকোনও ছবি হোক, সেলফি কিংবা ফোটোশ্যুট, চোখ সরানো যায় না তাঁর ছবি থেকে৷ হটপ্যান্টে যতটা সেক্সি লাগে আবার শাড়িতে ঠিক একই পরিমাণ সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে৷
খবর ২৪ঘণ্টা/ নই