খবর২৪ঘন্টা শিক্ষা ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে সমাবেশ করে আসছে শিক্ষার্থীরা। এদিকে, ফলাফল বাতিল ও নতুন করে পরীক্ষা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট সামনে রেখে ‘ঘ’ ইউনিটের প্রকাশিত ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ নিয়ে আজ ডিনস্ কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
ঢাবি ঘ ইউনিটের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানিয়ে গত রবিবার বিকালে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন ঢাবির আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থী এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ‘ঘ’ ইউনিটের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানিয়ে দফায় দফায় কর্মসূচি পালন করে আসছে।
খবর২৪ঘন্টা / সিহাব